সিলেট প্রতিনিধিঃ
ছয় দফা ও শহীদ মনু মিয়া দিবস উপলক্ষে ৭ জুন মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সুশান্ত দেব, সহ-সম্পাদক নুর এ আলম, সহ-সম্পাদক সমরেন্দ্র সিংহ, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি সূদর্শন ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কবির আহমদ শাহীন, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,কার্যকরী সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শানুর আলী,সাংগঠনিক সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, অর্থ সম্পাদক খলিলুর রহমান, বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন সিবিএ সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মুনির আলী ও মহাদেব সাহা প্রমুখ।
মন্তব্য করুন