জৈন্তায় বি জি বি ও দোকানদারের ভুল বুজাবুজি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:৩২ পূর্বাহ্ন /
জৈন্তায় বি জি বি ও দোকানদারের ভুল বুজাবুজি

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট জেলা জৈন্তাপুরে ২নং ওয়ার্ডের মোঃ রফিক আহমদ তার দোকান কোটার জন্য সিলেট থেকে দোকানের কিছু ভুষি মালামাল গাড়িতে করে জৈন্তাপুর কমলাবাড়ী নিজের দোকানে নিয়ে আসে।

লোক জনের কাছে জানা যায় যে, বিজিবি অবৈধ মাল মনে করে, বিজিবি কর্তৃক টাইস মিস্ত্রি মোঃ রফির এর বাড়ীতে মহিলাদের সাথে হেনস্থা, অষ্টিল আচরণ ও ঘরের জিনিস পত্র তছনছ করে। পাবলিক বাধা দিলে তাদের লাঠি চার্জ করে বিজিবি।