কুলাউড়ায় ঢেউটিন ও চেক বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২১, ১:১৪ অপরাহ্ন /
কুলাউড়ায় ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার অসহায় ও দুঃস্থদের মধ্যে এমপির বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে বরাদ্দকৃত ২৫ বান টিন ও ৭৫ হাজার টাকার চেক বিতরণ করেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। শেখ রুহেল এর পরিচালনায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হোসেন মনসুর উদ্দিন। উপস্থিত ছিলেন- ইউএনও অফিসের সিএ মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আব্দুল খালেক, কার্য সহকারী শাহীন মাহমুদ ও কম্পিউটার অপারেটার এমকে পলাশ কামরুল, আহবাব হোসেন রাসেল ও শফিকুল ইসলাম জাহেদ প্রমুখ। পরে পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ২৫ জন গরিব-অসহায়দের মধ্যে ২০২০-২০২১ অর্থ বছরের এমপির বরাদ্দকৃত জনপ্রতি ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।