সিলেট প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরের শেরপুরে ব্যাংকের এটিএম বুথ লুটের ঘটনায় সিলেটসহ দেশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায়
সিলেটের ব্যাংক বুথের নিরপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। এ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, সিলেট জেলা পুলিশের আওতায় থাকা প্রতিটি ব্যাংক ও বুথের সিসি ক্যামেরাগুলো সার্বক্ষনিক মনিটরের ব্যাপারে তারা ম্যানেজারদের পরামর্শ দিয়েছেন।
আরো পড়ুনঃ বড়লেখায় কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্দ; জনদূর্ভোগে ৩০ হাজার মানুষ
এছাড়া প্রতিটি থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নির্দেশ দেয়া হয়েছে, যাতে নিজেদের এলাকার ব্যাংক ও বুথগুলোতে নজরদারি বাড়ানো হয়। বিশেষ করে ডিউটিকালীন নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মীরা যাতে ঘুমিয়ে না পড়েন, টহল পুলিশ যেন সেটা নিশ্চিত করে। ইতিমধ্যে প্রতিটি ব্যাংক ও বুথের নিরপত্তারক্ষীদের মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য তারা সংগ্রহ করেছেন। টহল পুলিশের পাশাপাশি থানা থেকেও তাদের সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ রাখা হবে।
মন্তব্য করুন