মানিক শিকদার, ঢাকা:
করোনা মহামারীর কারণে দীর্ঘ সতেরো মাস বন্ধ ছিল শেষের সকল স্কুল কলেজ। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। অবশেষে ১২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রেণিকক্ষে শুরু হয়েছে পাঠদান।
রাজধানীসহ সারদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় শিক্ষার্থীদের মধ্যেও ছিল উচ্ছাস। দীর্ঘ দিন পর স্কুল কলেজের বন্ধু সহপাঠীদের সান্নিধ্য পেয়ে অনেক অষ্টম শ্রেণীর ছাত্র রাতুল বলছে ‘ ঘরে থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিলাম, অনেকদিন পর স্কুলে সহপাঠীদের সাথে মুক্ত হাওয়ায় আসতে পেরে স্বাধীনতার সুখ পেয়েছি।’ রাজধানীর বিভিন্ন শিক্ষাঙ্গন ঘুরে দেখা গেছে প্রাণ ফিরেছে শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝে। তবে বিদ্যালয়ের প্রবেশদ্বারে ছিল তাপমাত্রা মাপার যন্ত্র, হাত ধোয়ার ব্যবস্থাসহ স্বাস্থ্যবিধির নানা অনুষঙ্গ।
দীর্ঘদিন পর ক্লাস শুরু হয় অনেক অভিভাবক তাদের সন্তানকে সাথে নিয়েই স্কুলে এসেছেন। কিন্তু স্বাস্থ্যবিধির করাকরির কারণে অভিভাবকরা শিক্ষাঙ্গনে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ সময় তারা স্কুলের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। তবে আবারো স্বাভাবিক শিক্ষা ব্যবস্থায় খুশি অবিভাবকরা। তারা বলছেন যতই অনলাইনে ক্লাস হোক স্কুলের মত পড়ালেখা বাড়িতে হয় না। তাছাড়া শিশু-কিশোরেরা বাড়িতে থাকতে থাকতে তাদের অনেকেরই মানসিক সমস্যা দেখা দিচ্ছিল। এদিকে স্কুল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করা সত্ত্বেও অভিভাবকরা গেটের সামনে এসে জটলা করা উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। এই জটলা দেশের করোনা সংক্রমণের বর্তমানের নিম্নমুখিতাকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে শিক্ষামন্ত্রী দীপুমনি রাজধানীর কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে করেছেন। পাঠদান ও সবধরনের পরীক্ষা স্বাভাবিক করতে সরকারের তৎপরতার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন করোনা পরিস্থিতি যদি খারাপ না হয় তাহলে সময় মত সব পরীক্ষা সব ধরনের ক্লাস চলমান থাকবে। এছাড়া পাশাপাশি চলবে অনলাইন শিক্ষা কার্যক্রম। ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে বড় কোনো সঙ্কট দেখা না দিলে যথাসময়ে পরীক্ষা হবে বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় দীপু মনি আরো বলেন স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যেহেতু করোনার পাশাপাশি ডেঙ্গু এখন বেশ সক্রিয় তাই প্রতিটি প্রতিষ্ঠানকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কোথাও স্বাস্থ্যবিধি মানতে অবহেলা দেখা যায় তা হলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি দেন শিক্ষা মন্ত্রী।
এদিকে গত কয়েকদিন করণা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কম থাকলেও আজ মৃত্যুর সংখ্যা ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তার রেখা ফেলেছে অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মনে।
মন্তব্য করুন