
স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ -২, বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের ধানের শীষের প্রাথী ডা: সাখাওয়াত হাসান জীবন আজ ২৮ জানুয়ারি হাসান মঞ্জিলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি অবহেলিত অঞ্চলের স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা, কৃষিসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন,ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, শিক্ষার মান উন্নত করার জন্য ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাশ রোম,৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামুলক করা হবে।
তিনি আর ও বলেন, এমপি হিসেবে নির্বাচিত হলে দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দূর্নীতিবাজদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বানিয়াচং টু কাদিরগঞ্জ সড়ক নির্মান ও যোগাযোগ ব্যবস্হার বিশেষ উদ্যোগ নিবেন এবং স্বাস্থ্য সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌছে দিবেন। তিনি বলেন, আমি এই অবহেলিত এলাকার সন্তান, সব সমস্যা আমি অবগত এবং জনসাধারণের সমস্যা সমাধানে যা কিছু প্রয়োজন তা ই করা হবে। অবহেলিত এলাকায় আধুনিকতার ছুয়া লাগবে। তিনি বেকার সমস্যা ও নারীদের কর্মসংস্হানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির বানিয়াচং উপজেলার সভাপতি মুজিবুল হোসেন মারুফ,জমিয়তের ওলামা ইসলাম এর কেন্দ্রীয় উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফি,সাবেক উপজেলা চেয়ারম্যান বশির আহমেদ, ফরহাদ হোসেন বকুল,ওয়ারিস উদ্দিন খান প্রমুখ।
আপনার মতামত লিখুন :