
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস স্টেশনের আয়োজনে সোমবার ২৬ জানুয়ারি সকালে এ উপলক্ষে বাংলাবান্ধা শুল্ক স্টেশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি বাংলাবান্ধা জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে শুল্ক স্টেশনে শেষ হয় । পরে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন । বাংলাবান্ধা রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি রায়েরসভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাবান্ধা কাষ্টম শুল্ক স্টেশনের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,কাস্টমস কর্মকর্তা মোহান্মদ আবু নাইম,কাস্টমস কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ,বাংলাবান্দা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ও বিজিবি,কোম্পানি কমান্ডো মোঃ ইউনুছ আলী সহ আরো উপস্থিতি ছিলেন নিউজপ্রিন্ট সাংবাদিক বৃন্দ , স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হোসেন।
আপনার মতামত লিখুন :