
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করা হয়েছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত হবে।
আজ ১৫ অক্টোবর শনিবার শাল্লা উপজেলা মহিলা দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নারীর ক্ষমতায়নে বিএনপির ঐতিহাসিক পদক্ষেপ, অ্যাডভোকেট পাবেল চৌধুরী বিএনপির শাসনামলে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে গৃহীত ঐতিহাসিক পদক্ষেপগুলো তুলে ধরে বলেন:-
* শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন এবং গার্মেন্টস শিল্পের সূচনার মাধ্যমে অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেন।
* বেগম খালেদা জিয়ার সরকার: মাধ্যমিক স্তরে অবৈতনিক শিক্ষা চালু করেন। এছাড়াও নারী নির্যাতন বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে নারীর নিরাপত্তা নিশ্চিত করেন।
ভবিষ্যতের অঙ্গীকার: সংসদে নারীর প্রাধান্য। তিনি আরও ঘোষণা করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ২৩নং দফার আলোকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করবে। বিশেষ করে, জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা মহিলাদল নেত্রী রেহানা আক্তার এবং এটি পরিচালনা করেন আটগাও ইউনিয়ন যুবদলের সভাপতি নয়ন আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ আল কাওসার।
আপনার মতামত লিখুন :