
কুলাউড়া প্রতিনিধি
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকালে তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌছালে পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা তাকে স্বাগত জানান।
এসময় ডিআইজি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন ও অভিবাদন শেষে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে ডিআইজি জেলা পুলিশ লাইন্স ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডি স্টোর, জিম সেন্টারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রফিকুল ইসলাম খান। সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :