
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের বিএনপি প্রার্থী পরিবর্তন করে এডভোকেট আবেদ রাজাকে প্রার্থী ঘোষণার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার কুলাউড়া সংসদীয় আসনের পুনর্বিবেচনা পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংসদীয় আসনের পুনর্বিবেচনা পরিষদের আহ্বায়ক, সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ। তিনি বলেন, এডভোকেট আবেদ রাজা কারানির্যাতিত, হামলা মামলার শিকার, ত্যাগী ও আদর্শবাদী একজন নেতা। কুলাউড়া আসনে ধানের শীষকে বিজয়ী করতে আবেদ রাজার বিকল্প নেই। প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় কুলাউড়াবাসী হতাশ হয়েছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। অথচ কুলাউড়া সংসদীয় আসনে তিনি জনপ্রিয়তায় শীর্ষে। যে কোন নিরপেক্ষ জনমত জরিপে তা প্রমাণিত হবে।
পরিষদের সদস্য সচিব সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খানের সঞ্চালনায় অন্যদের মাঝে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এডভোকেট এ এন এম খালেদ লাকি, আশরাফ আলী চৌধুরী, শেখ শহিদুল ইসলাম, তাজ খান, ফেরদৌস খান, কামরুল ইসলাম ও শ্রমিকদলের সভাপতি সিরাজ উদ্দিন বুলু প্রমুখ।
আপনার মতামত লিখুন :