দু’চাকায় দেশ ভ্রমণ করছেন কুলাউড়ার রুহিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৯:২০ অপরাহ্ন /
দু’চাকায় দেশ ভ্রমণ করছেন কুলাউড়ার রুহিত

কুলাউড়া প্রতিনিধি

“দূষণমুক্ত পরিবেশ, বাইসাইকেলেই দেখব দেশ” এই স্লোগানকে সামনে রেখে বাইসাইকেল নিয়ে ৬৪ জেলা ঘুরছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের রুহিত দত্ত তীর্থ। তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২৩তম দিনে বিকেলে সিরাজগঞ্জ থেকে পাবনায় পৌঁছেন। আজ (শুক্রবার) দুপুরে কুষ্টিয়া এবং সন্ধ্যায় মেহেরপুর জেলায় পৌঁছার কথা রয়েছে।

এর আগে জয়পুরহাট থেকে তিনি বগুড়ায় পৌঁছান। সেখান থেকে নওগাঁয় রাতযাপন শেষে সোমবার তিনি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর উদ্দেশে রওনা হন। রোহিত দত্ত বগুড়া শহরের শহীদ খোকন পার্কে পৌঁছলে বগুড়া জেলা সিপিবির সভাপতি আমিনুল ফরিদসহ উদীচী শিল্পগোষ্ঠীর স্থানীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাছাড়া বিভিন্ন জেলায় প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাকে অভ্যত্থনা জানান।

রুহিত দত্তের গ্রামের বাড়ী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে। বর্তমানে তিনি মা-বাবার সাথে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় লক্ষ্মীবালা স্কুল রোডের একটি বাসায় বসবাস করছেন। তার বাবা তপন কান্তি দত্ত একজন মানবাধিকার কর্মী, মা রীনা দত্ত সংস্কৃতিকর্মী। মা-বাবার দ্বিতীয় ছেলে রুহিত। তার বড়ভাই তন্ময় দত্ত চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে অধ্যয়নরত। রুহিত শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির একজন এক্টিভিষ্ট।

রুহিতের মা-বাবা জানান, ছোটবেলা থেকেই সে ভ্রমণে খুব আগ্রহী ছিল। দেশ ভ্রমণ তার বড় একটি শখ। সে বলত, একদিন প্রিয় দেশ ভ্রমণ করবেই। আজ তার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তারা রুহিতের জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেন।

দেশের সব জেলায় ঘুরে বেড়ানোর ইচ্ছা যদিও রুহিতের অনেক দিনের কিন্তু টাকা আর সময়ের অভাবে এই শখ পূরণ করতে পারেনি। এজন্য পড়ালেখার পাশাপাশি গত ২ বছর থেকে অবসর সময়ে তিনি ফুড ফান্টাতে চাকুরী করতেন। প্রতিদিন ওই কোম্পানিতে ৩ ঘন্টা হিসেবে সপ্তাহে ৪/৫দিন কাজ করতেন। কাজের বিনিময়ে অল্প করে নিজের জমানো টাকা দিয়ে শেষতক গত ৮ অক্টোবর তিনি তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে বেরিয়ে পড়েন দেশের ৬৪ জেলা ভ্রমণে।

গত ৮ অক্টোবর সহকর্মীরা তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশ ভ্রমণে উৎসাহ জাগিয়েছেন। বাইসাইকেল নিয়ে প্রথম দেশ ভ্রমণ শুরু করেন সিলেট জেলার মধ্যদিয়ে। এরপর পর্যাক্রমে সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা, শেরপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট ও বগুড়া যান। বগুড়া থেকে তিনি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী পৌঁছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২৩তম দিনে তিনি ২৮তম জেলা পাবনা ভ্রমণ করেন। শুক্রবার তাকে কুষ্টিয়া মেহেরপুর পৌঁছার কথা। বাইসাইকেল যোগে দেশের ৬৩ জেলা ভ্রমণ করে শেষ করবেন তার নিজ জেলা (৬৪তম) মৌলভীবাজারে এসে।

রুহিত দত্ত জানান, এই ভ্রমণের মধ্য দিয়ে তিনি দেশের মানুষের মাঝে একটি বার্তা ছড়িয়ে দিতে চান। আর সেটি হচ্ছে, ‘সাইক্লিং করি বায়ুদূষণ রোধ করি’। তিনি মনে করেন, নাগরিকেরা মোটরসাইকেল ও ব্যক্তিগত মোটরযান ছেড়ে বাইসাইকেলে অভ্যস্থ হলে বায়ুদূষণ অনেকাংশে কমে আসবে। সড়ক দুর্ঘটনাও কম হবে।

রুহিত দত্ত বলেন, “আমাদের দেশ এত সুন্দর তা পুরোপুরি না ঘুরলে বুঝতেই পারতাম না। প্রতিটি জেলার মানুষ আমার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আপ্যায়ন করেছে।”

সাইকেলযোগে ভ্রমণ বিষয়ে তিনি বলেন, “সাইকেলে নিজে খুব কাছ থেকে সব জেলা ঘুরে দেখার সুযোগ পাচ্ছি। তিনি আরও বলেন, এ কর্মসূচি শুরুর পর পথে পথে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকে নানা পরামর্শও দিয়েছেন। জোর করে খাবার দিয়েছেন। দেশের মানুষরা এত ভালো; ভ্রমণ না করলে হয়ত জানতামই না”।