ওমানে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের যুবক নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ১১:১১ অপরাহ্ন /
ওমানে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের যুবক নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাসুম আহমেদ (২৮) নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় ওমানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত মাসুম উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

জানা যায়, প্রায় এক বছর আগে মাসুম ওমানে যান। সেখানে তিনি রংমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।

সরেজমিনে মাসুমের বাড়িতে গিয়ে দেখে যায়, একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করেছেন মা ও বাবা। একপাশে স্ত্রী ও চার বছরের অবুঝ সন্তান কান্না করছে। বাড়িতে এসে পাড়া প্রতিবেশী সান্তনা দিচ্ছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় সারা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাসুমের বাবা ফরিদ মিয়া বলেন, আমরা বেঁচে আছি অথচ আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন। ছেলের লাশ দ্রুত সময়ে দেশে পাঠানোর দাবি জানান তিনি।