নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
“মুজিব বর্ষের শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাধবপুরে বৃহস্পতিবার ৪ নভেম্বর সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মনতোষ মল্লিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয?র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। সারাদেশব্যাপী উদযাপিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অংশ হিসেবে মাধবপুরে ফায়ার সার্ভিস এর উদ্যোগে আলোচনা সভা ও অগ্নি নির্বাপনী মহড়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে শুরু করে মাধবপুর শহর হয়ে উপজেলার রতনপুর পর্যন্ত লিফলেট বিতরণ করা শেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপনে মহড়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন