হবিগঞ্জে বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন /
হবিগঞ্জে  বিজিবি’র  অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য আটক

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ১২ দিনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩০টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিজিবি মোট ১ কোটি ৪৬ লক্ষ ৮৬ হাজার ৭৭০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়: মাধবপুর উপজেলার সীমান্ত থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরসহ তেলিয়াপাড়া-চুনারুঘাট রাস্তার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। পৃথক ৪টি বিশেষ অভিযানে বিজিবি সদস্যরা রাস্তার অলিগলিতে ফাঁদ পাতে। চোরাই মাল বহনকারী যানবাহনের চালকরা বিজিবি সদস্যদের দেখে গাড়ি ফেলে দ্রæত আত্মগোপনে চলে যায়। পরে মালিকবিহীন অবস্থায় থাকা ২টি মাইক্রোবাস তল্লাশি করে ১ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় মাছ ধরার কারেন্ট জাল, বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিকস সামগ্রী, চকলেট ও ফুচকা জব্দ করা হয়।

চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল, গুইবিল, চিমটিবিল এবং সাতছড়ি বিওপির নিয়মিত টহল দল বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায় বিজিবি।চোরাকারবারিরা আত্মগোপন করলেও বিজিবি সদস্যরা সোর্সের তথ্যের ভিত্তিতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১৪৫.৫ কেজি গাঁজা, ৩৭ বোতল মদ, ০৬ ক্যান বিয়ার, ০৬ পিস ইয়াবা, গরু, সিএনজি ও বাইসাইকেল জব্দ করে, যার সিজার মূল্য ১৭ লক্ষ ৬৪ হাজার ৭৫০ টাকা। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, রাজেন্দ্রপুর, হরিণখোলা এবং মনতলা বিওপিতে একাধিক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজা ও আতশবাজি জব্দ করা হয়েছে, যার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা। শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, সিন্দুরখান এবং কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ, ফুচকা, মশার কয়েল, রাবার ও বাইসাইকেল জব্দ করা হয়,  যার মূল্য ২ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত অভিযানে আটককৃত দেশী/বিদেশী মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার। এই সূত্রে বিজিবি’র উর্ধ্বতন দপ্তরের দিক-নির্দেশনায় আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করে আসছি।