কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ার বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মাওলানা আহসান উদ্দিনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসায় এই প্রতিবাদ সভার আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় অধ্যক্ষের উপর হামলাকারী আব্দুন নূরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সর্বসম্মতিক্রমে আজ বৃহস্পতিবার বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা, গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসায় মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কর্মসূচি উপজেলার সকল মাদ্রাসায় ধারাবাহিকভাবে চলবে বলে সভা সূত্রে জানা গেছে।
হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নিজাম মাশহুদ মাজেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাছ খান, সাবেক চেয়ারম্যান এস এম জামান মতিন ও আব্দুল জলিল জামাল, শিক্ষক কল্যাণ সমিতি কুলাউড়া উপজেলার সহসভাপতি ও ভাটেরা সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ ফয়জুর রহমান, কর্মধা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কুলাউড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক, কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ ও ইউপি সদস্য আনু মিয়া।
সভায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নিজামিয়া প্রাক্তণ ছাত্র পরিষদ ও নিজামিয়া ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আহসান উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায় আব্দুর নূর নামে এক যুবক। সে ওই অধ্যক্ষের মোটরসাইকেল ব্যাপক ভাংচুর করে। পরে স্থানীয় ছাত্র জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ আব্দুর নূরকে থানায় নিয়ে যায় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
আপনার মতামত লিখুন :