বনিয়াচংয়ে বজ্রপাতে ১ জন নিহত ৩ জন আহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ১০:২৪ অপরাহ্ন /
বনিয়াচংয়ে বজ্রপাতে ১ জন নিহত ৩ জন আহত

বনিয়াচংয়ে বজ্রপাতে ১ জন নিহত ৩ জন আহত।

স্টাফ রিপোর্টার। হবিগঞ্জের বানিয়াচংয়ে আজ ২৮ এপ্রিল সকাল ১০ টা বজ্রপাতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
উপজেলা ৫ নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর গ্রামের কালিবাসি দাসের তিন পুত্র জমিনে ধান কাটার সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে বড় ভাই দুরবাসা দাস (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। মুমূর্ষ অবস্থায় নিহতের ছোট ভাই ভূষন দাস(৩২) ও সুধন্য দাস(২৮) কে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর বজ্রপাতে ৬ নং

কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বাইজিদ মিয়া(১৩) মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাতে গুরুতর আহত হন। আহতকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। বানিয়াচংয়ে উপজেলা প্রকল্প বাস্তবায় ত্রান ও দূর্যোগ বিভাগ বজ্রপাতের বিষয় নিশ্চিত করেছেন।