প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনের সংবাদ সম্মেলন 


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন /
প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনের সংবাদ সম্মেলন 

শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব প্রতিনিধি ঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন ২৮ এপ্রিল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি লিখিত বক্ত্যবে উল্লেখ করেন, গত ২৬ এপ্রিল  আরটিভি অনলাইন, আমাদের সময় অনলাইন ও ২৭ এপ্রিল দৈনিক যুগভেরী পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকায় যুবলীগের আহ্বায়ক তকবির হোসেনের ১৫ একর জমির ধান কেটে নেয়ার অভিযোগ এনে তার বিরূদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন, তকবির হোসেন আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমি এসবের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জান্নাচ্ছি। পাশাপাশি তিনি আরো উল্লেখ করেন, ডেবিল হান্টের আসামী তকবির হোসেন নিজেই নিজের জমি ধান কেটে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

এছাড়াও ওইসময় যুবদলের আহ্বায়ক এম.এ. রাজ্জাক ও ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাঈদ হোসেন সাগর প্রকাশিত সংবাদ ও অভিযোগের নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

এসময় যুবদল, ছাত্রদল, কৃষকদলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।