ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন /
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মুসলিম ইউনিটি কমলগঞ্জ এর আয়োজনে ‘সেইভ গাজা’ সেইভ ফিলিস্তিন’ প্রতিপাদ্য বিষয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। গত সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় ভানুগাছ স্টেশন সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভ সমাবেশের আশপাশে ছিলেন কমলগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

বিক্ষোভ সমাবেশে মুহাম্মদ মুুহিন মিয়া ও তারেকুল ইসলাম পাটোয়ারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পাদক এড: কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. নুরুল মুত্তাকিম জুনাইদ, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা শামসুল ইসলাম লিয়াকত, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, গণপরিষদের আহবায়ক ওয়াকিল মুন্না আজমত, আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি কাজী জুবায়ের আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা জিল্লুর রহমান, আঞ্জুমানে আল ইসলার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক জিয়ার প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া করেন মাওলানা কারী আবুল বাশার

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন যেসব মুসলিম দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ, তাদেরও বয়কট করতে হবে। মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে, যার জন্যই গণহত্যার সুযোগ পাচ্ছে ইসরায়েল।

অনতিবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এই গণহত্যার প্রতিবাদ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিটি বিবেকবান মানুষের উচিত প্রতিবাদে শামিল হওয়া। ব্কারা আরো বলেন, আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আমরা গাজাবাসীর পক্ষে, গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য আহবানসহ মুসলিম বিশ্বকে ইসরাইলি পণ্য বর্জনের ও আহবান জানান বক্তারা।