পঞ্চগড় জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন /
পঞ্চগড় জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ০৯ই এপ্রিল ২০২৫ ইং বিকাল ৩ টায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা পুলিশের আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।পুলিশ সুপার মহোদয় নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এছাড়া নিয়োগ কার্যক্রমে জড়িত সকল সদস্যগণের উদ্দেশ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রকাশিত নিয়োগ সংক্রান্ত অনুশীলন ভিডিও প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শন করা হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, আরআই, পুলিশ লাইন্স পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, আরওআই, পঞ্চগড় মোঃ এনায়েত কবীর সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।