বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ডাঃ মুশফিক চৌধুরী, কেয়া চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৮৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন /
বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ডাঃ মুশফিক চৌধুরী, কেয়া চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৮৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি।

বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মোঃ আল আমিন বাদী হয়ে  সোমবার (১৭ মার্চ) আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী (কেয়া), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, পৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আলী, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ৮৯ জনের নাম উল্লেক করে অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
মামলার অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চূড়ান্ত আকার ধারন করলে ছাত্র জনতা ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ ছাত্র জনতার দাবীর প্রতি আমি পূর্ণ সমর্থন করে বিগত ২ আগষ্ট দুপুর ২টার দিকে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় হাজার হাজার ছাত্র জনতার মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, আমাতুল কিবরিয়া চৌধুরী (কেয়া), মোঃ আলমগীর চৌধুরীসহ কয়েকজন অভিযুক্তের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ আওয়ামীলীগ ও তাহার বিভিন্ন অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মী তথা এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার মিছিল সমাবেশে হামলা চালায়। বাদী চোখে আঘাতপ্রাপ্ত হন।তার ডান চোখটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে।