বানিয়াচং নৌ পুলিশের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ। সরজমিন প্রতিবেদন।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ৪:৩৬ পূর্বাহ্ন /
বানিয়াচং নৌ পুলিশের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ। সরজমিন প্রতিবেদন।

স্টাফ রিপোর্টার 

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা একমাত্র নৌ বন্দর মার্কুলী। এক সময় একজন ডিএসপি দায়িত্বে থাকতেন। এখানে কৃষি বিভাগের বিমান বন্দর ছিলো। এখন মার্কুলী নৌ ইউনিট হিসেবে কাজ করে যাচ্ছে। নৌ ইউনিটের দায়িত্বে একজন এস আই। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এস আই রুকুনুজ্জামান পানি উন্নয়ন বোর্ডের কাজে নিয়োজিত ৩ জন শ্রমিককে গত ৮ই মার্চ সকাল ১১ টায় গ্রেফতার করে ৩০ হাজার টাকা ঘুষের দাবী করেন। সারাদিন আটক রেখে আওয়ামী নেতার মাধ্যমে ১০ হাজার টাকা নিয়ে ইফতারে সময় ছেড়ে দেন। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান, ৩ জনকে ধরে এনেছিলাম, পরে ছেড়ে দিয়েছি। ঘুষের বিষয়টি তিনি অস্বীকার করেন।

সরজমিন অনুসন্ধানে জানা যায়, তিনি নিজে বলেছেন” নারায়ণগঞ্জ ছিলাম, আমার সব কিছু দূর্বৃত্তরা জ্বালিয়েছে”।নাম প্রকাশ না করার শর্তে একাধিক নৌ চালক জানিয়েছেন, কুশিয়ারা নদী দিয়ে নৌ চলাচলে মেহেদী নামে কনস্টেবলকে দিয়ে চাঁদা আদায় করছেন। এছাড়া মাদক ব্যবসায়ী তেলঘরী গ্রামের তিতু বৈষ্ণবের পুত্র অসীম বৈষ্ণব ও কালিচরণ বৈষ্ণবের পুত্র নান্টু বৈষ্ণব মার্কুলী বাজার, উমরপুর, হিলাল নগর সহ আশপাশের গ্রামে মাদক ব্যবসা প্রসারিত করেছে।

একাধিক সূত্র জানায়,মার্কুলী নৌ পুলিশের সাথে তাদের দহরমমহরম থাকায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। এ বিষয়ে মাদক ব্যবসায়ী অসীম বৈষ্ণবের মুঠোফোনে কল দিলে তিনি অসীম বৈষ্ণব নয় বলে জানান এবং ফোন কেটে দেন। তবে তেলঘরী গ্রামের একাধিক ব্যক্তি মাদক বিক্রির সত্যতা নিশ্চিত করেছেন। নৌ পুলিশের এসপির মুঠোফোনে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন ব্যবস্হা নিচ্ছি।