মৌলভীবাজারে জেলায় নৌকার মাঝি হলেন যারা,


Nazrul Islam প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ১০:২০ অপরাহ্ন /
মৌলভীবাজারে জেলায় নৌকার মাঝি হলেন  যারা,

মকিস মনসুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ৪ জন। এর মধ্যে একেবারে নতুন মুখ ২ জন মৌলভীবাজার-২ থেকে মো: শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার-৩ থেকে মোহাম্মদ জিল্লুর রহমান দলীয় মনোনয়ন পান।
রোববার ২৬ নভেম্বর বিকেলে দলীয় সুত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) ৪ বারের সাবেক এমপি, পরিববেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক, ক্রীড়া সংগঠক মো: শফিউল আলম চৌধুরী নাদেল। মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) শিল্পপতি ও শেখ রাসেল স্মৃতি পরিষদের উপদেষ্ঠা মোহাম্মদ জিল্লুর রহমান । মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সাবেক চিফ হুইপ ও ৬ বারের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।