বিয়ানীবাজারে বিএনপির পথসভা: এমরান আহমদ চৌধুরীর বক্তব্যে উন্নয়ন ও গণতন্ত্রের অঙ্গীকার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৮:১০ অপরাহ্ন /
বিয়ানীবাজারে বিএনপির পথসভা: এমরান আহমদ চৌধুরীর বক্তব্যে উন্নয়ন ও গণতন্ত্রের অঙ্গীকার
নিজস্ব প্রতিনিধি,
দীর্ঘ ২২ বছর ধরে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকার মানুষের পাশে থেকে রাজনীতি করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে থেকে তিনি দলের ভেতরে-বাইরে সব স্তরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার উপজেলায় সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে তাঁর উদ্যোগে আয়োজিত বিএনপির গণমিছিল পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় এমরান আহমদ চৌধুরী বলেন, “আমার জীবনের একমাত্র লক্ষ্য—এই জনপদের মানুষের কল্যাণে কাজ করা। জনগণের প্রতিনিধি হয়ে (সংসদ সদস্য) রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল সহ এলাকার সার্বিক উন্নয়নই হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে ছিল। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ গত সরকারের দুঃশাসন ও দুর্নীতিতে অতিষ্ঠ ছিল। এখন সময় এসেছে জনগণের রায় দিয়ে অধিকার ফিরিয়ে আনার। তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি আবারও দেশ পরিচালনার দায়িত্ব নেবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ প্রমুখ।