কুলাউড়ায় বিশকুটি (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার সম্পন্ন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৮:০০ অপরাহ্ন /
কুলাউড়ায় বিশকুটি (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত ওলি, আল্লামা ছাহেব কিবলাহ্ বিশকুটি (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার এবং ছাহেবজাদা (রহঃ) এর ১৩তম ঈসালে সাওয়াব মাহফিল বৃহস্পতিবার (৯ অক্টোবর) কুলাউড়ার হিঙ্গাজিয়া গ্রামস্থ বিশকুটি ছাহেব বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় নিজামিয়া বিশকুটি (রহঃ) স্মৃতিপরিষদ এই সেমিনারের আয়োজন করে।

বিশকুটি (রহঃ) এর নাতি মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন- মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামের খেদমতে বিশকুটি (রহঃ) এর অবদান ছিল অপরিসীম। মৌলভীবাজারসহ সারাদেশের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, মক্তব ও খানকার প্রচার-প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি শুধু নিজ হাতে প্রতিষ্ঠান গড়ে তোলেননি বরং অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে এসেছেন। তাঁর ভালোবাসার কারণে সমাজের সর্বস্তরের মানুষ তাঁকে গভীর শ্রদ্ধার চোখে দেখত। তিনি বলেন, বিশকুটি (রহ.)-এর সাথে হযরত ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর গভীর আত্মার বন্ধন ছিল। তিনি (বিশকুটি) ফুলতলী ছাহেব কিবলাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তাঁদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দ্বীনি সম্পর্ক ছিল গভীর। তাঁরা ইসলামের প্রচারে নিবেদিতপ্রাণ ছিলেন।

স্মৃতি পরিষদের সভাপতি সুয়েব আহমদ ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের যৌত পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাছ খাঁন, নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট আব্দুর রকিব, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা ময়নুল ইসলাম পারভেজ, সোবহানীঘাট শাহজালাল দারুচ্ছুন্নাহ ডিওয়াই কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোঃ কুতুবুল আলম, রবিরবাজার ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল জব্বার, বাবনিয়া-হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম, হিঙ্গাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি বশির আহমদ।
অন্যদের মাঝে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- গনকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ূব আনসারী, নিজামিয়া এতিমখানার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম, কুলাউড়া সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান মানজুরুল হক মনজু, হিঙ্গাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক মুফতি গোলাম ছরওয়ার খাঁন, মাওলানা ফয়জুর রহমান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আল ইসলাহর সভাপতি এম এ শহীদ, সাধারণ সম্পাদক এম এ মজিদ, জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুস শহীদ, টিলাগাঁও ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুস সামাদ, নিজামিয়া বিশকুটি (রহঃ) স্মৃতি পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম, মাওলানা হারুনুর রশীদ, এবাদুর রহমান, পরিষদের সহ-সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি জবরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।