নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
হবিগঞ্জ জেলার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৭ লাখ ১৪ হাজার ৭০৬ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলেছুর রহমান উজ্জ্বল, মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. খন্দকার ওয়াকিল আহমেদ।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ সিকদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। ওইদিন সকাল ৯ টায় হবিগঞ্জ বিয়াম স্কুলে হবিগঞ্জ জেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে এ টিকা দেয়া হবে। জেলার ৯টি উপজেলা এবং হবিগঞ্জ ও মাধবপুর পৌরসভাসহ ২ হাজার ৭১১টি শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা দেয়া হবে। এ জন্য ১ হাজার ৯০৫টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। স্বেচ্ছাসেবি থাকবেন ৭৬৫ জন। সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস সব ধরণের গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
সংবাদ সম্মেলনে জানানো, প্রতিবছর বিশ্বে ৯০ লাখের বেশী লোক টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে লক্ষাধিক লোক মারা যায়। বাংলাদেশে প্রতি বছর ৫ লাখের বেশী লোক টাইফয়েডে আক্রান্ত হয়। এর মাঝে ৮ হাজারের বেশী লোক মৃত্যুবরণ করে। বাংলাদেশে আক্রান্তদের শতকরা ৬৮ ভাগ হচ্ছে ১৫ বছরের নীচে। এতে বলা হয়, সকল বয়সের লোকজনকেই টাইফয়েডের টিকা নেয়া জরুরী। কিন্তু টিকার পরিমাণ কম থাকায় এবং ১৫ বছরের কম বয়সীরা আক্রান্ত বেশী হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে ১৫ বছরের কম বয়সীদের এ টিকা দেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :