গোলাপগঞ্জে ট্রাক পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির মিলাদ মাহফিল ও কার্যালয় উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন /
গোলাপগঞ্জে ট্রাক পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির মিলাদ মাহফিল ও কার্যালয় উদ্বোধন

মাহদী রহমান ॥

এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ পৌর ট্রাক পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির মিলাদ মাহফিল ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান।
বুধবার (০১ অক্টোবর) বিকাল ৫টায় গোলাপগঞ্জ পৌর শহরে এ মিলাদ মাহফিল ও কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির উপ-কমিটির সভাপতি কামাল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, আরফান আলী, সহ-সভাপতি শরীফ আহমদ ও জুবের আহমদসহ বেলাল আহমদ, সুমন আহমদ, রিপন আহমদ রিপন, কামাল আহমদ ও আর অনেক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকরা দেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকাশক্তি। এ সমিতি শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোলাপগঞ্জ পৌর ট্রাক পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সামছুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ আহমদ শিমু। এছাড়াও সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বেলাল আহমদ, রিপন আহমদ রিপন, রিপনুজ্জামান, তাজউদ্দিনসহ অনেকে।