সিলেটে থেকে অপহৃত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৬, ২০২২, ৭:২৬ অপরাহ্ন /
সিলেটে থেকে অপহৃত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।

সিলেটের জৈন্তাপুর থেকে অপহৃত এক কিশোরীকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।

বিষযটি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বুধবার সকালে ভিকটিমকে তার মায়ের জিম্মায় ও অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে বিকালে জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের ৯ম শ্রেণির ছাত্রীকে কোচিং সেন্টারে যাওয়ার পথে চিকনাগুল মিফতাউল উলুম মাদ্রাসার সম্মুখের রাস্তা থেকে সোহানুর রহমান সোহান (২২) নামের এক যুবক তার বন্ধুদের সহযোগিতায় অপহরণ করে প্রাইভেট গাড়িতে করে পালিয়ে যায়। সোহান সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার আম্বরখানা খাঁসদবীর গ্রামের আফতাবুল হক উরফে বাবুলের ছেলে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা সহিদ মিয়া সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদের সার্বিক দিক নির্দেশনায় টাঙ্গাইল জেলা পুলিশ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে টাঙ্গাইলের সখিপুর থেকে সোহানুর রহমান সোহানসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে জৈন্তাপুরে মডেল থানায় নিয়ে আসে।