নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং করোনাকালে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মানাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
রোববার (৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত ম‚ল্য নেয়াসহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মনিটরিংয়ের কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য করুন