খুলনার রুপসার সিয়ালি, সুনামগঞ্জের শাল্লা, দিনাজপুরের চিরিরবন্দর, কুমিল্লার মুরাদনগর, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়া, ঢাকার সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ অপহরণ ও হত্যাসহ দেশের নানাস্থানে উস্কানি ও ধর্মীয় ওজাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘর, ব্যবসা -প্রতিষ্ঠান, উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার করেছে সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
বুধবার (১১ আগস্ট) বিকাল চারটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে ও জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নিরেশ দাশে’র পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য।
প্রতিবাদী মানববন্ধনে বক্তারা, খুলনার রুপসার সিয়ালি, সুনামগঞ্জের শাল্লা, দিনাজপুরের চিরিরবন্দর, কুমিল্লার মুরাদনগর, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়া, ঢাকার সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ অপহরণ ও হত্যাসহ দেশের নানাস্থানে উস্কানি ও ধর্মীয় ওজাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘর, ব্যবসা -প্রতিষ্ঠান, উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখল প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। বক্তারা শাল্লার ঝুমন দাসের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরের বাসিন্দা,আলমপুর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা ধীরাজ পাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচার দাবি করেন।
বক্তারা বলেন সরকারের বড় বড় সাফল্য ও অর্জনকে বিনষ্টকারী শক্তির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে এক শ্রেণির গোষ্ঠী দেশকে উত্তপ্ত করে সাম্প্রদায়িক কালিমা লেপন করতে মরিয়া হয়ে উঠেছে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.হিমাদ্রি শেখর রায়,কেন্দ্রীয় উপদেষ্টা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মৃত্যুঞ্জয় ধর কুণ্ডু,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন,মহানগর পূজা উদযাপন পরিষদ সিলেট এর সভাপতি সুব্রত দেব,জেলা পূজা পরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ,মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ডিকন নিঝুম সাংমা,ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান দানেশ সাংমা,ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রকি দেব প্রমুখ।
প্রতিবাদে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,পুজা ও ঐক্য পরিষদ নেতা বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ,রেভারেল ফিলিপ বিশ্বাস, শ্যামল ধর,চন্দন দাস,নিধু ভূষণ দাশ,জিডি রুমু,অ্যাডভোকেট বিপ্রদাশ ভট্টাচার্য, অ্যাডভোকেট পংঙ্কজ দাস,বিপ্লব শ্যাম সুমন,বাবুল দেব,মনোজ দত্ত মুন্না,অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন,ভানু লাল দাস,অখিল বিশ্বাস, অ্যাডভোকেট শরদিন্দু দে,ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু,ঐক্য ও পূজা পরিষদ নেতা কানাই দত্ত,রাজ কুমার পাল রাজু, বিমল কান্তি দেব,অর্পণ দাস,মিন্টু দেব,,ভৈরব দাস,উজ্জ্বল রঞ্জন চন্দ,ধ্রুব জ্যোতি দে,মিলন উরাং,লিটন পাল,সঞ্জীব দাস,উত্তম ঘোষ,আশীষ দে,দেবাশীষ কুমার সিংহ, ছাত্র যুব ঐক্য নেতা অপুর্ব কুমার দাস,ঝোনাক চৌধুরী, জুয়েল দাস,তরুণ সনাতনী সংঘের আহবায়ক অর্জুন রায় অজয়,অনিক চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন