
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আছকর মিয়া (৬৯) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মরাজানের পাড় গ্রামের বাসিন্দা আছকর মিয়া ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটার বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান অর্থদ-ের সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমির উর্বরতা নষ্ট করে মাটি খননের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :