বড়লেখায় বেগম রোকেয়া দিবস উদযাপনঃ অদম্য ৫ নারীকে সংবর্ধনা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন /
বড়লেখায় বেগম রোকেয়া দিবস উদযাপনঃ অদম্য ৫ নারীকে সংবর্ধনা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়লেখা (মৌলভীবাজার) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ২০২৫ সালের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে বক্তারা নারী অধিকার, তাদের প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। তাদের সফলতা, সংগ্রাম ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ভূমিকাকে তুলে ধরা হয়।

এর আগে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র‍্যালিটি নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেয়।

দিনব্যাপী এই কর্মসূচি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন, নিরাপদ সমাজ গঠন এবং ডিজিটাল যুগে নারীর সুরক্ষা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।