
কুলাউড়া প্রতিনিধি
মুক্তিযুদ্ধের চেতনা, নব্বই ও চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে প্রগতিশীল, বাম ও গণতান্ত্রিক দল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কুলাউড়া উপজেলার প্রথম সভা অনুষ্ঠিত হয়। গতকাল (সোমবার) সকাল ১১টায় কুলাউড়া দক্ষিণবাজারস্থ সমবায় মার্কেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুল লতিফ। সভায় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম ও কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল ও যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সহ-সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, কুলাউড়া উপজেলা ও সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য আব্দুল বাছিত মজুমদার প্রমুখ।
সভায় যুক্তফ্রন্টের কার্যক্রম জোরদার করে বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও দেশের আবহমান সংস্কৃতি ধারাকে পদদলিত করার বিরুদ্ধে আগামী ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় মশাল মিছিল এবং ১৬ ডিসেম্বর পতাকা মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মতামত লিখুন :