হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ নভেম্বর শনিবার ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন এর সভাপতিত্বে, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়া, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ দিপু রঞ্জন দাস, শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিম।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাল্লা উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনামুল হক, গীতা থেকে পাঠ করেন প্রভাকর দাস।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর কবির খান।বক্তাগণ “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সমবায়ের উপর আলোকপাত করে দিকনির্দেশনা মূলক বিস্তর বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিক ভাবে সম্মানিত অতিথি বৃন্দ জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন।সভায় সমবায়ী নেতৃবৃন্দ, স্থানীয় সংবাদ কর্মী সহ প্রমূখ লোক জন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :