একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:২২ অপরাহ্ন /
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে সচেতনতামুলক প্রচারাভিযান করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার স্কুল এন্ড কলেজের দশম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জের পতনউষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার। বেলা সিলেট অফিসের স্টাফ সাফায়েতউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনউষার ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোয়াবুর রহমান তবারক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিয়নের সভাপতি ও বেলা নেটওয়ার্ক মেম্বার নূরুল মোহাইমীন মিল্টন, শিক্ষক জমসেদ আলী, সুহিত দেবরায়, সাংবাদিক জয়নাল আবেদীন, স্থানীয় সমাজকর্মী আনোয়ার খান প্রমুখ।

সভার শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সামনে ভিডিও চিত্র তুলে ধরা হয়। বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার পর এগুলো খাল-বিল, ছড়া ও নদনদীর মধ্যদিয়ে সাগরে পতিত হচ্ছে। আর মাছের খাবার হিসাবে প্লাস্টিক গিলে খাচ্ছে। ফলে মাছের মাধ্যমে মানবদেহে এগুলো প্রবেশ করছে ও শরীরে রোগব্যাধী সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, দেশের আগামীর কর্ণধার শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।

সভার সভাপতি অধ্যক্ষ ফয়েজ আহমদ বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এই প্রচারাভিযান শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হবে। আমাদের প্লাস্টিক ও পলিথিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এবং সবাইকে এবিষয়ে উৎসাহিত করতে হবে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।