তেঁতুলিয়া উপজেলায় অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি যুবদলের সদস্য


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন /
তেঁতুলিয়া উপজেলায় অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি যুবদলের সদস্য

তেতুলিয়া প্রতিনিধি :

তেঁতুলিয়া উপজেলায় অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব। সোমবার বিকেলে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি তিরনই হাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো. জুয়েল রানার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, জুয়েল রানা নেশাখোর ও চাঁদাবাজ। ইতোমধ্যেই তার চাঁদাবাজির কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি আরও দাবি করেন, চাঁদা তোলার জন্য জুয়েল রানা কিছু টোকাই নিয়োগ করেছে এবং বড় ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করছে।

এছাড়া ব্যবসায়ীদের ওপর মব তৈরি করে সন্ত্রাস সৃষ্টি এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন হাবিব। তিনি আরও জানান, জুয়েল রানা চরিত্রহীন ও নারীলোভী।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি শালবাহানে ব্যবসায়ী হামিদুলের বাড়িতে রাত ২টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রমাণ হিসেবে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এর প্রতিকার মেলেনি।