দ্য সিলেট পোষ্ট ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষে অদ্য স্থানীয় সময় অপরাহ্নে গ্লাসগো থেকে লন্ডন পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানিয়েছেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়) আজ বেলা ১টা ৫২ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।
সেন্ট্রাল লন্ডনের Clarice Hotel লবিতে ওয়েস্ট লন্ডন, নর্থ লন্ডন ও ক্যামডেন আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে স্বাগত
জানিয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বে ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাফিজ বক্কর, সেক্রেটারি আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ।
নর্থ লন্ডন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ মিয়া, সেক্রেটারি আহমেদ হাসান, ক্যামডেন আওয়ামী লীগের সেক্রেটারি কাবির আহমেদ, সহ-সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, ফটিক মিয়া, যুগ্ন সম্পাদক মহিদুর রহমান,আইন বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, আব্দুল মুকিত, শেখ সালাম তালুকদার, শেখ ইসহাক প্রমুখ।
মন্তব্য করুন