নজরুল ইসলাম
সম্প্রতি বৃটেনের লন্ডনে “মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এড্যুকেশন ট্রাষ্ট ইউ’কের ফান্ডরেইজিং ডিনার ও সেমিনার সম্পূর্ণ হয়েছে। বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নানা শ্রেণী পেশার বিশিষ্টজনদের উপস্থিতি ছিল আড়ম্বরপূর্ণ।
বৃহস্পতিবার (৮ মে) লন্ডনের ক্যান্সেল রাইজের খান লাউঞ্জে রেষ্টুরেন্টে মনোরম পরিবেশে ট্রাষ্টের সভাপতি কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং ডিরেক্টর এম এ মালিক ও মোহাম্মদ সাহিদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউহাম কাউন্সিলের মেয়র রহিমা রহমান, কেমডেন কাউন্সিলের মেয়র সমতা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, ব্রিটিশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, চেম্বার অব কমার্সের ডিরেক্টর শাহানুর খান, ইউকে বি সি এর সভাপতি ওলি খান, সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, সাবেক মেয়র গোলাম জিলানী চৌধুরী জেবু, বিবিসিএ এর সভাপতি তফজ্জুল মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কনভেনর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুর রহমান বাবুল, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার রিতা বেগম, একাটুনা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ওয়াদুদ আলম, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, ব্যাবসায়ী তারাউল ইসলাম, ট্রাস্টি জার্নালিস্ট নজরুল ইসলাম, আব্দুল মোছাব্বির, সৈয়দ সুরুক আলী, মামুন কবির চৌধুরী, এস এ রহমান মধু, রুহুল আমিন রুহেল ও মোস্তফা কামাল বাবলু।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জয়নাল ইসলাম, সৈয়দ মাজেদ আলী টুনু, আলহাজ্ব লিলু মিয়া, শেখ জাহেদুর রহমান, আব্দুল হাফিজ বক্কর, জয়নাল উদ্দিন শিবুল, জুয়েল চৌধুরী, তরফদার ফারুক, পলাশ আহমদ, আমিনুল ইসলাম বেলাল, মতিউর রহমান সালেহ, শাহ শাফি কাদির, শাহিন আহমদ চৌধুরী, আজিজুল আম্বিয়া, সাব্বীর করিম, হেনা বেগম,, ময়ুর আলী, এনামুল হক, দোলা মিয়া, মিজানুর রহমান সানি, লিটন চৌধুরী, আজিজুল হক ঝুনু, রৌশনি খান, আতিকুর রহমান, কাজী জহিরুল ইসলাম মোহিত, আব্দুস সালাম, রৌশনারা খান, আবুল কালাম, আব্দুল মুত্তাকিম কাজল, আব্দুল মালিক, শাহ আব্দুল কাদির, জামাল আহমদ খান, মাইনুদ্দিন খান বাবলু, মোহাম্মদ লাভলু, মোহিদুর রহমান, আবুল হোসেন, ইকবাল আহমদ, ইসফাক চৌধুরী, মোহাম্মদ ওয়ারিস আলী ওলিল প্রমুখ।
বক্তারা ট্রাষ্টের বিগত দিনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বিগত ২২ বছর ধরে মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে মৌলভীবাজার জেলায় শিক্ষা থেকে পিছিয়ে পড়া গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে আসছে, যা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। তাছাড়া বিশেষ করে কোভিড-১৯ সহ বাংলাদেশের বন্যা দুর্যোগ সহ এই সংগঠন মৌলভীবাজারের মানুষের পাশে দাড়িয়েছে।
ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে মৌলভীবাজার জেলার শিক্ষার উন্নয়ন ও মানবতার কল্যাণে সবার সহযোগিতা কামনা করেন। চীন সরকারের প্রস্তাবিত বাংলাদেশে যে ৩টি হাসপাতাল হচ্ছে, যার একটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় স্থাপনের জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী ফান্ডরেইজিং চ্যারিটি ডিনার পার্টি সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ জেলার উন্নয়ণে ১০ দফা দাবির ক্যাম্পেইনে এগিয়ে যাক ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলাবাসী বিশ্বময় উল্লেখ করে তিনি সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার জন্য সংগঠনের আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।
ডিনারপার্টি শেষে মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্টের ডিরেক্টর মরহুম ফয়জুর রহমান কয়সর, ডিরেক্টর গোলাম আবু সালেহ সোয়েব এবং সুলতান আলীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মাহমুদ আলী লংলী।
আপনার মতামত লিখুন :