হবিগঞ্জে মহান মে দিবস উদযাপন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ১, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
বৃহস্পতিবার(১মে) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শুভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা: মোখলেছুর রহমান উজ্জ্বল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ব্যাকসের সভাপতি শামছুল হুদা, কলকারখানা পরিদর্শক পপি রানী দে এবং দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ছালেক মিয়া প্রমুখ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, শ্রমিকদের হাত ধরেই গড়ে উঠেছে এ দেশ। দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকদের ঘাম ও পরিশ্রম। এখনো অনেক শ্রমিককে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়, যদিও নামেমাত্র ৮ ঘণ্টা কাজের নিয়ম রয়েছে। শ্রমিকরা ভালো থাকলেই দেশ এগিয়ে যাবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ঢাকায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহান মে দিবস উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
আপনার মতামত লিখুন :