মাধবপুরে ফেনসিডিলসহ মোটরসাইকেল আরোহী আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২১, ১:২৫ পূর্বাহ্ন /
মাধবপুরে ফেনসিডিলসহ মোটরসাইকেল আরোহী আটক

নূুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥

মাধবপুরে পুলিশের চেকপোষ্ট দিয়ে যাওয়ার সময় ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জামাল মিয়া (২৪) নামে এক মোটর সাইকেল আরোহীকে আটক করা হয়েছে। আটক জামাল মিয়া উপজেলার শাহজাহাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ি সামনে মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে পুলিশ এক বিশেষ চেকপোস্ট চৌকি বসায়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ,এস,আই জিয়াউর রহমান সহ একদল পুলিশ যানবাহনে তল্লাশী চালায়। জামাল মিয়ার মোটর সাইকেল এর গতিরোধ করলে সে চেকপোষ্ট এরিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মোটর সাইকেল সহ জামালকে আটক করে। পরে দেহ তল্লাসী করে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।