হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ১০:১৪ অপরাহ্ন /
হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার ৪ মার্চ দিবাগত রাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এলাকার চিহ্নিত অপরাধী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী সহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার সুঘর এলাকার কুখ্যাত ডাকাত ফারুক মিয়া (৩৫), উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের এরশাদ মিয়া (২৭ ), উপজেলার পুটিজুরী ইউনিয়নের মধ্য ভবানীপুর এলাকার মোমেদ আলী (২৮) ও তার ছেলে আল আমিন মিয়া (২৫), মিরপুর তিতারকোনা এলাকার আফজল মিয়া (২৬), স্বস্তিপুর এলাকার নাছির মিয়া (৩৫) সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।