কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে তারুণ্যের আলো মেধা পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় উপজেলার আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন।
সংগঠনের সভাপতি শিক্ষক হীরা মিয়ার সভাপতিত্বে ও উপদেষ্টা শিক্ষক এ.টি.এম. আনিসুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী, তারুণ্যের আলো উপদেষ্টা অবঃ সেনা সদস্য মুজিবুর রহমান, সমিজ মিয়া, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুস সালাম খোকন, ব্যবসায়ী আব্দুল কাদির, রিয়াজ মিয়া, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনজুর আহমেদ জুবেল প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :