মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড় নামকরণ করা হয়েছে। এ রকম ১৫০ উপজেলার নামেই স্টেডিয়ামগুলোর নতুন নামকরণ করা হয়েছে।
পুরো দেশে জেরা স্টেডিয়ামের পাশাপাশি উপজেলা পর্যায়েও স্টেডিয়াম রয়েছে। সেসব স্টেডিয়ামের নাম পরিবর্তন করে স্ব স্ব উপজেলার নামেই নামকরণ করা হয়েছ। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম আজ (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন।
ক্রীড়া পরিষদের এই অফিস আদেশ উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। অনুলিপি মন্ত্রীপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট পর্যায়ে প্রেরণ করা হয়েছে।
বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা ছিল সরকার প্রধানের পরিবারের অনেকের নামে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের পরিবারের নামে কোনও স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের উপজেলা পর্যায়ে স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।
এছাড়া বিগত সরকারের পরিবারের বিভিন্ন সদস্যের নামে জেলা ও জাতীয় পর্যায়ে যেসব স্থাপনা রয়েছে, সেগুলোও পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :