পঞ্চগড় জেলা প্রতিনিধি! খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জাতীয় সাংবাদিক সংস্থা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ওসমান গনি রতন সরকারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এ সময় তিনি মুল্যবান বক্তব্য রাখেন এবং পঞ্চগড় জেলা জাতীয় সাংবাদিক সংস্হা সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুস সাত্তার, সহসভাপতি আতিকুজ্জামান, জালাল উদ্দিন, প্রচার সম্পাদক আজাহারুল হক,সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব প্রমুখ।
মন্তব্য করুন