তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।
এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন- তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন।
এ সময় তারাকান্দা থানাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি বলেন তারাকান্দায় আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং এর প্রত্যেকটি সদস্যের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তারাকান্দায় মাদক, বাল্যবিবাহ, নারীনির্যাতন রোধে কাজ করেছে তারাকান্দা থানা পুলিশ। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আমরা তারাকান্দার সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।
আলোচনা সভায় তারাকান্দা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি বীর-মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক কাজিমদ্দিন বলেন, তারাকান্দা উপজেলায় কমিউনিটি পুলিশিং কমিটিকে আরো শক্তিশালী করা প্রয়োজন।প্রয়োজনে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটিকে সম্প্রসারিত করা প্রয়োজন।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, তারাকান্দা বাজার বণিক সমিতির সভাপতি নূরুজ্জামান সরকার বকুল,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল সরকার, তারাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান আকন্দ,উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :