পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম:
পঞ্চগড় জেলা তেঁতুলিয়ায় উপজেলায়,১লক্ষ ২৪ হাজার জনসংখ্যার রোগী বিপরীতে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে তেঁতুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান,তেঁতুলিয়া উপজেলার ৭ টিইউনিয়নের প্রায় ১লাখ ২৪ মানুষের বিপরিতে একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে একজন চিকিৎসকে। ফলে মিলছে না কাংখিত স্বাস্থ্য সেবা। বাধ্য হয়ে দূরের পঞ্চগড় এবং দিনাজপুর জেলা হাসপাতালে যেতে হচ্ছে। ওষুধ পত্রও বাইরে থেকে কিনতে হয়। এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,এস,এম রুহুল আমিনজানায় , ৩ জন মেডিকেল অফিসারের ২ জন ঢাকা ফাউন্ডেশন প্রশিক্ষণে। একজন জন চিকিৎসক দিয়েই হাসপাতাল চালানো অসম্ভব হয়ে পড়ছে।তেঁতুলিয়ায় চিকিৎসকের শুন্যপদ ২৮ টি। উপজেলায়দুই জনের পদায়ন করা হলেও কিন্তু এখনও কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদান করেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রবিবার (২ জুন) একজন মেডিকেল অফিসার চিকিৎসা সেবা দিচ্ছেন।
এ ব্যাপারে রবিবার( ২ জুন) বিকালে তেঁতুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সিকান্দর আবু জাফর
তিনি বলেন প্রতিদিন ২ থেকে ৩ শত রোগী আসেন গ্রামাঞ্চলের চিকিৎসা সেবা নিতে এত চাপ সামলানো হাসপাতাল চালানো অসম্ভব হয়ে পড়ছে।
মন্তব্য করুন