পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম!
ষষ্ঠ পঞ্চগড়ে সদর উপজেলা পরিষদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ শুভ প্রধান, ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক, ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন লিপি। এর আগে রংপুরে শপথ গ্রহণের পর (২) রবিবারজুন দুপুর দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান শুভ প্রধান, উপজেলা পরিষদের দায়িত্ব বুঝে নিয়েছেন। সেই সাথে নবনির্বাচিত চেয়ারম্যান শুভ প্রধান কে ফুল দিয়ে বরণ করেন পঞ্চগড় ১ আসনের মাননীয় এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজী আল তারিক,নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন লিপি, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদিপ কুমার প্রমুখ। এ ছাড়াও আঃলীগসহ সরকারী কর্মকর্তা কর্মচারী ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন