পঞ্চগড়ের সদরের উপজেলায় চেয়ারম্যান হচ্ছেন এএস মো শাহনেওয়াজ প্রধান শুভ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ১০:০১ অপরাহ্ন / ০ Views
পঞ্চগড়ের সদরের উপজেলায় চেয়ারম্যান হচ্ছেন এএস মো শাহনেওয়াজ প্রধান শুভ
পঞ্চগড় জেলা প্রতিনিধি
৬ষ্ঠ পঞ্চগড় সদর উপজেলা পরিষদ প্রথম ধাপে পঞ্চগড় জেলার তিন উপজেলায় (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৫৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে তিনটি উপজেলার চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্ধিতা করেন।

সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ভোটে এগিয়ে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এএস মো শাহনেওয়াজ প্রধান শুভ। অনেক কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে তিনি ব্যাপক ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এতে করে শুভই হতে যাচ্ছেন জেলার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। এ নিয়ে ফেসবুকে পোস্ট হতে দেখা গেছে।

এ উপজেলার চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট লড়াই করছেন। সাবেক ব্যাংক কর্মকর্তা সুমন চন্দ্র রায় আনারস প্রতীক নিয়ে ভোট লড়াই করছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক উড়ো জাহাজ ও মাসুদ পারভেজ চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াসমিন কলস, নাছিমা খাতুন ফুটবল, কাজল রেখা প্রজাপতি ও সাবিনা ইয়াসমিন হাঁস প্রতীকে ভোট লড়াই করছেন।

Khademul Islam