নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে।।
বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। সভায় বক্তারা অপরিনত বয়সের টমটম চালক ও রাস্তাঘাটে তাদের অবাধ দৌরাত্ম্যে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ সমস্ত অবৈধ যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ থাকা সত্তে¡ও এগুলি বন্ধ করা যাচ্ছেনা নানান প্রতিবন্ধকতার কারনে। এ জন্য প্রশাসন,আইন-শৃঙ্খলা বাহিনী,জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংস্থার লোকজন নিয়ে একটি পরিকল্পিত রোডম্যাপ প্রণয়নের জন্য একটি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এ সময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ,ওয়ারিশ উদ্দিন খান,রেখাছ মিয়া,মৌঃ হাবিবুর রহমান,লুৎফুর রহমান,এরশাদ আলী,শাহ শওকত আরেফীন সেলিম,আনোয়ার হোসেন,আব্দুল কদ্দুছ শামীম,ফজলুর রহমান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের হোসেন,ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান।
মন্তব্য করুন