বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে বড় বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যুতের খুঁটি।বন্ধ রয়েছে নতুন ভবন নির্মাণ কাজ।ব্যাহত হচ্ছে পাঠদান।খুঁটি সরানোর বিষয়ে নিরব পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বৃহস্প্রতিবার (২৮ অক্টোবর) বেলা ১২.টায় উপজেলার ১নং ইউনিয়নের অন্তর্গত বড় বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়,বিদ্যালয়ের উত্তর ও পূর্বদিকের বেইজের ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে।তবে দক্ষিণ ও পশ্চিম অংশে বিদ্যুতের খুঁটি থাকার কারণে কাজ বন্ধ রয়েছে।
তথ্য সূত্রে জানা যায়,শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী বিদ্যাপিঠের ভবণ নির্মাণের উদ্যোগ নেন হবিগঞ্জ ২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।এরই ধারাবাহিকতায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে দ্রুতগতিতে ভবণ নির্মাণের কাজ শুরু হয়।ভবণটির কয়েকটি বেইজ ঢালাই করার পর নির্মাণ কাজে বাধা হয়ে দাড়ায় অপরিকল্পিতভাবে স্থাপিত ৩টি বিদ্যুতের খুঁটি। খুঁটিগুলো সরানোর বিষয়ে পল্লী বিদ্যুতের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন জানান,আসছে বার্ষিক সমাপনী পরীক্ষা।অথচ লিখিতভাবে বার বার খুঁটি সরানোর তাগিদ দেয়ার পরও কোন পদক্ষেপ নিচ্ছেননা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।একদিকে খুঁটি সরানোর ঝামেলায় বন্ধ নির্মাণ কাজ। অপরদিকে নতুন ভবণ নির্মাণ করতে পুরোনো ভবণের কিছু অংশ ভাঙা পড়েছে।ফলে ৪টি ক্লাসরুমে প্রায় ৭০০শত শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।
বিষয়টি সম্পর্কে বানিয়াচং পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম মোঃ মামুন মোল্লা বলেন,খুঁটি সরানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন,বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে খুঁটি সরানোর তাগিদ দেয়া হয়েছে।
মন্তব্য করুন