হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস আর নেই।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২১, ৭:৫২ অপরাহ্ন /
হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস আর নেই।

নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে।।

হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও সদর উপজেলার রিচি ইউপির চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (২৭ অক্টোবর বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল জানান, বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে নেতাকর্মীদের বিদায় দিয়ে বাসায় যান। বাসায় ফিরেই বুকে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসিম জানান, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ও বাদ জোহর তার নিজ বাড়ি সদর উপজেলার জালালাবাদ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।